ব্যক্তিগত উন্নয়নে লাইফ কোচিং

ব্যক্তিগত উন্নয়ন লাইফ কোচিং এর মাধ্যমে একজন ব্যক্তি নিজের প্রতিভা এবং সম্পূর্ণ সম্পদ (মানসিক ও আর্থিক) উন্নয়ন করতে পারে। লাইফ কোচ একটি পেশাদার মানব সম্পর্কের উন্নয়ন নিয়ে কাজ করেন এবং একজন ক্লায়েন্টের লক্ষ্য নির্ধারণ করেন, প্রশ্ন করেন এবং সাথে কাজ করেন যাতে ক্লায়েন্ট তাদের লক্ষ্য অর্জন করতে পারেন।

ব্যক্তিগত উন্নয়ন লাইফ কোচিং-এ লাইফ কোচ একটি ক্লায়েন্টের পেছনে দাঁড়ায় এবং তাদের ব্যক্তিগত এবং পেশাগত লক্ষ্য স্থির করতে সাহায্য করে। ক্লায়েন্টের জীবনে বিভিন্ন কারণে অস্থিরতা থাকতে পারে, যেমন ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সম্পর্কের টানা পোড়েন, নিরাপত্তা বা নিজের বিশ্বাস প্রতিষ্ঠা করা, কাজের স্থানে ভালো করতে না পারা, ইত্যাদি। লাইফ কোচ একজন ক্লায়েন্টের সঙ্গে কাজ করে সেই অস্থিরতা সমাধানে সহযোগিতা করেন।

 

লাইফ কোচ রাওমান স্মিতা

যোগাযোগঃ ০১৭৫৫৯৯১৪৮৮

ইমেইলঃ coachraoman@gmail.com

Raoman Smita

Environment Activist, Global Leader, Life Coach, Author and Advocate in the Supreme Court of Bangladesh